‌ফের দৌঁড়ঝাপে আজমেরী বা‌হি‌নির ফুটবলার ম‌নির তার ভাই দেলোয়ার ও ভাগিনা সোহে‌লের।

দৈনিক তালাশ.কমঃ আজমেরী ওসমান বা‌হি‌নির অন‌্যতম সদস‌্য গাবতলীর আতংক ফুটবলার মনির। সরকা‌রের পত‌নের পর গাঁ ডাকা দি‌লেও আধিপত‌্য বিস্তার কর‌তে আবা‌রো বি‌ভিন্ন মহ‌লে দৌঁড়ঝা‌পে ব‌্যস্ত ফুটবলার মনির ও তার চেলাচামুন্ডারা।

জানা গে‌ছে, ফুটবলার ম‌নিরের স‌হোদর ভাই দেলোয়ার ও তাদের পিতা মৃত বারেক পিয়ন, নাতি সোহেলের অত্যাচারে এলাকা বাসী অতিষ্ট ছিল। তা‌দের বিরু‌দ্ধে ঝুট সন্ত্রাসী মাদক ব্যবসা ও নারী কেলেঙ্কারিসহ একাধিক অভিযোগ রয়েছে।
গাবতলী টাগারপাড় এলাকার স্থানীয়রা জানায়, আজমেরী ওসমান ও তার সহযোগী ফুটবলার মনিরসহ বিভিন্ন নেতাদের নাম বিক্রি করে, দিনের পর দিন ফুটবল‌ার মনির গং চাঁদাবাজি মাদক ব্যবসাসহ এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে রে‌খে‌ছিল। নানা অপকর্ম করেছে এ-ই সন্ত্রাসীরা। তাদের আতঙ্কে এলাকা বাসী মুখ খুলতে চায় না।
কারন তাদের কাছে রয়েছে দেশী ও বিদেশ অস্ত্র।আরো রয়েছে কিশোর গ্যাং ক‌থিত নাতি সোহেল একজন ইয়াবার ডিলার। তারও রয়েছে মাদক ব্যবসায়ী সিন্ডিকেট। ক‌থিত নাতি সোহেলের নামে ফতুল্লা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *