নওগাঁর ধামইরহাটের নয়া পৌর প্রশাসকের দায়িত্ব যোগদান করেন এডিসি বিরোদা রানী রায়।

দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকার নওগাঁ: নওগাঁর ধামইরহাট পৌরসভার দায়িত্ব গ্রহণ পূর্বক পৌরসভার কার্যক্রম শুরু করলেন এডিসি বিরোদা রানী রায়।

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় তিনি ২০ আগষ্ট পৌর প্রশাসকের দায়িত্বে যোগদান করেন এবং বৃহস্পতিবার (২২ আগষ্ট) প্রথম দিন অফিস করে দুপুরে পৌর প্রশাসক বিরোদা রানী রায় ধামইরহাট পৌরসভা কার্যালয়ে উপস্থিত হলে ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা-করাচারিবৃন্দ উপস্থিত ছিলেন এবং নবনিযুক্ত পৌর প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও বরন করে নেন। পৌর প্রশাসক বিরোদা রানী রায় কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারিদের কুশলাদি জিজ্ঞাসা করেন এবং জনসেবায় সুষ্ঠুভাবে নিজ নিজ দায়িত্ব-কর্তব্য পালনের নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *