দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ,টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাত হুসেইনের বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে রাতে মশাল মিছিল, দিনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিল বের হয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে কালিহাতী বাসষ্ট্যান্ডে মানববন্ধন করে উপজেলা পরিষদ চত্বর এসে শেষ হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা ইউনুসসহ
শিক্ষার্থী হৃদয় মোল্লা, রাসেল, আল আমিন, সাব্বির, রাশেদুল, রিফাত, আশরাফুল, কবির, শাওন, হাবিব ও সাজিদ, প্রমুখ।
সাধারণ শিক্ষার্থীরা বলেন, উপজেলা নির্বাহী অফিসারের বদলির আদেশ প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলন করা হবে। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ২২ আগস্ট ঢাকা বিভাগীয় কমিশনারের সিনিয়র সচিবের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাত হুসেইনকে রাজবাড়ীর জেলার বালিয়াকান্দি উপজেলার নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়েছে। এ আদেশ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা মশাল মিছিল বের করেন।