দৈনিক তালাশ.কমঃ:না.গঞ্জ ফতুল্লা থানাধীন সাইনবোর্ড শান্তিধারা এলাকায় ৩ লক্ষ টাকার মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত ৭ আগস্ট রাত ৮ টায় উক্ত ঘটনায় বাদী ফাহিমার, ভাই এমদাদ হোসেনের কেএমএস টাওয়ারের ৩ নং গলিতে থাকা থান কাপড়ের দোকানে ভাঙচুর করে দোকানে থাকা ৩ লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এঘটনায় ভুক্তভোগী ফাহিমা আক্তার ফতুল্লা থানায় একটি অভিযোগ দায়ের করে।
এতে বিবাদী করা হয়েছে ১। শিপলু ২। শিবলু বয়স (৩৮) পিতা আব্দুল আউয়াল, ৩। তালহা (৩৫) পিতা আব্দুল জব্বার, ৪। ইউনুস (৩০) পিতা অজ্ঞাত, সাং -শান্তিধারা, হকার্স মার্কেট ৩ নং গলি, থানা ফতুল্লা জেলা নারায়ণগঞ্জ ৫।গলাকাটা সজীব (৩৫) পিতা অজ্ঞাত, সাং- শান্তিধারা ৬। রায়হান (৩২) পিতা অজ্ঞাত সাং শান্তিধারা, ৪ নং রোড থানা ফতুল্লা জেলা নারায়ণগঞ্জ সহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করাহয়, তারা চিহ্নিত ও দুর্ধর্ষ সন্ত্রাসী, তারা বিভিন্ন লোকজনদের বাড়িঘর ভাঙচুর ও জোরপূর্বক জমি ও বাড়িঘর দখল এছাড়াও বিবাদীরা এলাকার নিরীহ লোকজনের বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট সহ এলাকার সাধারণ মানুষদের নির্যাতন করে আসছে এই সন্ত্রাসীরা, বিবাদীদের এরূপ কার্যকলাপে কারনে অতিষ্ঠ এলাকাবাসী। এছাড়াও প্রতিনিয়ত সন্ত্রাসীরা সেই দোকান নিঃস্বার্থভাবে ছেড়ে দেওয়ার জন্য হুমকি ধামকি দিয়ে আসছে।