নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে আইভী অপসারণ- আসছেন কামরুজ্জামান

দৈনিক তালাশ.কমঃবৈষম্যবিরোধী ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর আসা অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক রদবদলের মধ্যে এবার স্থানীয় সরকার বিভাগের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে। 

অন্য ১১টি সিটি করপোরেশনের মত সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিজয়ী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীও তার পদ হারিয়েছেন।

মেয়র আইভী অফসারণের পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দায়িত্বে আসছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামান।

মঙ্গলবার (২০ আগষ্ট) এ এইচ এম কামরুজ্জামান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করবেন বলেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিশ্চিত করেছে।

অপসারণের পর সোমবার বিকালে আইভী বলেন, “আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে দল-মত নির্বিশেষে নগরবাসীর সেবা করেছি৷ সিটি মেয়র হিসেবে কখনও কাউকে দলীয় চোখে দেখিনি, নিঃস্বার্থভাবে কাজ করে গেছি৷

“সবসময় অন্যায়, অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে সাহসের সঙ্গে প্রতিবাদ করেছি৷ আগামীতেও আমি একইভাবে নারায়ণগঞ্জবাসীর পাশে থাকব৷

এর আগে সোমবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মেয়রদের অপসারণের কথা জানানো হয়। নির্বাচিত মেয়রদের অপসারণে সংশোধিত স্থানীয় সরকার (সিটি করপোরেশন) অধ্যাদেশ, ২০২৪ এর ২৫ (ক) ধারা প্রয়োগ করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *