দৈনিক তালাশ.কমঃ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণ করা যাবে এটা কেউ কল্পনাও করতে পারেনি। তারা গত ১৫ বছর ক্ষমতা নিরঙ্কুশ করার জন্য যা যা করার দরকার সব করেছে। কিন্তু শেষ রক্ষা হয়নি।’
এভাবেই নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়েছিল। খুন, রাহাজানি, দখলদারি, মাদক সব নিয়ন্ত্রণ করে মানুষের বিরুদ্ধে মাফিয়াতন্ত্রের প্রতিষ্ঠা করেছিল। বিগত ১৫ বছর শেখ হাসিনা এই মাফিয়াচক্রকে মদদ দিয়ে গেছে। নারায়ণগঞ্জের ত্বকীর পূর্বে এবং পরে অনেক হত্যাকান্ড ওসমান পরিবারের মাধ্যমে সংঘটিত হয়েছে। যারা ত্বকী হত্যার প্রতিবাদ করেছে, বিচার চেয়েছে, তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে।
ত্বকী হত্যায় অভিযুক্ত আজমেরী ওসমান তার পুলিশ কর্মকর্তা বোন জামাইয়ের গাড়িতে পালিয়েছে অভিযোগ করে রাব্বি বলেন, ‘আজমেরী ওসমান তার বোনের স্বামী গুলশান এরিয়ার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারের গাড়ি করে নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে। ইফতেখারের ভাই মাহবুব কুমিল্লায় জেলার হিসেবে এখনো দায়িত্ব পালন করছে। বন্দরের ১৯ নম্বর ওয়ার্ডে তার শত বিঘা জমি আছে। একজন জেলার কীভাবে শতশত হাজার কোটি টাকার মালিক হতে পারে? এতোকিছুর পর কীভাবে তারা পুলিশের দায়িত্বে বহাল থাকে?’ আজমেরী ওসমানের গ্রেপ্তার ও তাকে পালানোর সুযোগ করে দেওয়া পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের এসপি নিজেকে ছাত্রলীগের ক্যাডার বলে প্রকাশ্যে পরিচয় দিয়েছেন। আপনারা মানুষের টাকায় বেতন নেন আর বলেন, ছাত্রলীগের ক্যাডার! আজমেরী ওসমানের বাহিনী এখন বিএনপির জাকির খানের দলের সাথে ভিড়েছে। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথেও ভিড়েছে। সতর্ক হতে হবে।