দৈনিক তালাশ.কমঃনারায়ণগঞ্জ ফতুল্লা লালপুর নিবাসী মোঃ রাব্বী হোসেন (১৭) গতকাল ১৫ আগস্ট দুপুর ২ টায় আমহাট্টা জল্লারপাড় এর লেকে গোসল করতে নেমে নিখোজ হয়।
প্রায় ১০ ঘন্টা নিখোজ হওয়ার পরে মণ্ডলপাড়া ফায়ার স্টেশনে জানানো হলে ফায়ার সার্ভিসের ডুবুরী দল দীর্ঘ ২ ঘন্টার অনুসন্ধানের পর উদ্ধার করে।
উক্ত উদ্ধার কাজে মন্ডলপাড়া ফায়ার স্টেশনের ফায়ার এণ্ড রেসকিউ টিম সহ ফায়ার সার্ভিসের ভলাণ্টিয়ার গণ উপস্থিত ছিলেন।