বন্দরে আওয়ামী লীগের কর্মী বিএনপির নাম ভাংগিয়ে জমি ও পুকুর দখল করেছে সন্ত্রাসী কবির ও অপু বাহিনী।

দৈনিক তালাশ.কমঃনারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় এক সময়ের আওয়ামিলীগের কর্মী,এখন বিএনপির নাম নাম ভাংগিয়ে পুকুর দখল করে কোথাও মাছচাষ, কোথাও দোকান নির্মাণ, কোথাও পুকুর ভরাট করে জমি দখল।
এভাবে পুকুর জবরদখল করে আওয়ামী সস্ত্রাসী মো, অপু ও কবির মাছ চাষের নামে কার্যত সিন্ডিকেট গড়ে নানা অপকর্ম করে বেড়াচ্ছে বলেও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
এবিষয়ে এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও মৎস্য দফতরে। তাদের মালিকানাধীন কিছু পুকুর ও জলাশয়ে নানা ঘটনা ঘটছে তাঁদের কানেও পৌঁছেছে বলে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানান।
অবৈভাবে পুকুর দখল বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর তথা তৃণমূলের বিএনপির নেতা আবুল কাওসার আশা বলেন, “আমি সব জানি। সময় মত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
জানা যায়, নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বন্দর কবরস্থান সড়কের সংযোগস্থলের কাছে চিতাশালে সিটি কর্পোরেশনের একটি পুরনো পুকুর রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ৫২ শতকের এই জলাশয়টি।  চিতাশাল পুকুর’ নামে পরিচিত। জলের জন্য এলাকাবাসীর কাছে তা বড় ভরসার স্থান ছিল। এলাকায় কোথাও আগুন লাগলে দমকল বাহিনীও এই পুকুরটি ব্যবহার করে। কিন্তু উক্ত পুকুরটি আওয়ামীলীগের নাম ভাংগিয়ে সন্ত্রাসী অপু ও কবির  অবৈধভাবে দখল করায় এলাকাবাসী এখন আর পুকুরটি ব্যবহার করতে পারছেন না। উক্ত পুকুরটি প্রকৃত মৎস্য চাষি আখিঁ নুর চৌধুরীর কাছে হস্তান্তর করা হলে সিটি কর্পোরেশন পেত মোটা অংকের রাজস্ব। এলাকাবাসীও তাদের জলের প্রয়োজন মেটাতে পারতেন।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই পুকুরে সিটি কর্পোরেশনে আবেদন কৃত আখিঁ নূর চৌধুরীর টানানো সাইনবোর্ড রাতের আধারে ভেংগে ফেলে পুকুরটি অবৈধভাবে দখলে নিয়ে যায় আওয়ামী-যুবলীগের সস্ত্রাসী অপু ও কবির। এবং আখিঁ নুর চৌধুরীকে নানা ভাবে ভয় দেখিয়ে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ অপু-কবিরের বিরুদ্ধে। এবিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসীর পক্ষে ভুক্তভোগী আখিঁ নুর চৌধুরী। বিস্তারিত আসছে আগামী পর্বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *