দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: কালিহাতীতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ট্রাফিক দায়িত্ব পালনে ছাত্র-ছাত্রীর ভূমিকা অপরিসীম। সোমবার (১২ আগষ্ট) বেলা ১১ টায় সরোজমীনে দেখা যায়, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ, বাঘুটিয়াস্থ টেক্সটাইল (বিটিইসি), আর এস পাইলট উচ্চ বিদ্যালয়, কালিহাতী বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের কোমলমতি শিক্ষার্থী রোদ্রে পুঁড়ে, বৃষ্টিতে ভিজে অক্লান্ত পরিশ্রম করে বিনা পারিশ্রমিকে রাস্তার যানজট নিরসনে কাজ করছে।
কালিহাতীর বাগুটিয়াস্থ বিটিইসি ৪র্থ বর্ষের ছাত্র (সমন্বয়ক) সাইদুর রহমান (রক্তিম), সৈয়দ ইকরামুল ইসলাম সোহাগ, কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের সুরভী, সাব্বির, জান্নাত, তাহমিনা, আবরার, শিমু, মাহবুব, হাবিব, আশফাক, শাকিল, শিশির, কাব্য, রাফিন, নিশাত, আরমান, তাহামিনা, নিশি, অমিত, নাঈমুর, রিফাত, তানভীর, বায়েজিদ, রবিউল, শুভ, হাবীব । মাস্টার্সের ছাত্র নাজমুল, মাহবুব হাসান, কালিহাতী আর এস এর দশম শ্রেণীর ছাত্র শোয়াইব, প্রিয়া, অথৈ, তথৈ প্রমূখ।