কালিহাতী কেন্দ্রীয় সাধু সংঘে দ্বিতীয় ফলসেবা দিবস ২০২৪ খ্রি. উদযাপিত

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীর কেন্দ্রীয় সাধু সংঘে দ্বিতীয় “ফলসেবা দিবস” ২০২৪ খ্রি. উদযাপিত।

বুধবার (৩১ জুলাই,) বিকেল সাড়ে ৫টায় নিজস্ব সাধু ধামে দ্বিতীয় “ফলসেবা দিবস” ২০২৪ খ্রি. উদযাপন করেছে কেন্দ্রীয় সাধুসংঘ, বাগুটিয়া, কালিহাতী, টাঙ্গাইল। এই মহতী অনুষ্ঠানে রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রম আগের মতোই সার্বিক সহযোগিতা করেছে। কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা ও রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহআলমের সঞ্চালনায়

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট শিল্পপতি এবং রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের সহ-সভাপতি শফিকুর রহমান মোল্লাহ বিন মতি।

এই ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক, উপজেলা কৃষি অফিসার ফারহানা মামুন, মানবিক সাহায্য সহযোগিতা অবিরত প্রদানকারী ডা: আরিফুর রহমান এবং কেন্দ্রীয় সাধুসংঘের উপদেষ্টা মন্ডলী, সাধু পরিষদ, সাধুসংঘ সাংস্কৃতিক জোট, সাধুসংঘ পাঠাগারসহ বাউল, পাগল, ফকির এর প্রতিনিধিবৃন্দ। তাছাড়া কিছু বিশেষ অতিথির উপস্থিতিও লক্ষ করা যায়।

ফলসেবা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য:
১. ফলের গুরুত্ব নিয়ে আলোচনা
২. দুইজন চাষিকে সম্মাননা প্রদান
৩. ফলের চারা বিতরণ
৪. মানুষের কল্যাণে দোয়া বা প্রার্থনা

শত শত লোকের উপস্থিত হয়ে বিভিন্ন প্রকার ফল খেয়ে ও প্রতিজন একটি করে ফলজ গাছ রোপণ করার লক্ষে গাছ গ্রহন করেন। রাত প্রায় ৮টায় ধন‍্যবাদ জ্ঞাপন করে সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *