দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিহাতীতে পোনা অবমুক্তসহ নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্বোধন।
বুধবার (৩১ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩৩ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী , উদ্বোধক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এ এম সিদ্দিকী ( আজাদ সিদ্দিকী), বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন বৃষ্টি, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আইয়ুব আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেহাব উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন,
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৌমিতা হক, উপজেলার সফল মৎস্য চাষীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিক প্রমূখ। শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী মিজানুর রহমানের সঞ্চালনায়
পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াত করেন উপজেলা পরিষদের ইমাম মো. মিনহাজ আলী, গীতা পাঠ করেন বল্লা বাজারের ডেন্টিস বণিতা রাণী দাস। অতিথিবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন সফল মৎসচাষী আব্দুল আহাদ, সুকুমার দাস ও আরো অনেকে।
নানা আয়োজন যেমন-জাতীয় মৎস্য সপ্তাহ , বর্ণাঢ্য র্যালী, প্রামান্যচিত্র প্রদর্শন, শুভ উদ্বোধন, আলোচনা সভা, পুরস্কার বিতরন ও পোনা মাছ অবমুক্তকরন প্রভৃতি।