দৈনিক তালাশ.কমঃস্টাফ রির্পোটার: মানিক সর্দারের মায়ের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুলাই) বাদ যোহর আমলাপাড়া হোসিয়ারী সমিতি মিলনায়তনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময়ে দোয়া পরিচালনা করেন মিশন পাড়া জামে মসজিদের ইমাম সাহেব। মিলাদ ও দোয়া মাহফিলে মানিক সর্দারের মাতা ও সকল মৃত ব্যাক্তির স্মরনে দোয়া করা হয়। এবং বর্তমানে বাংলাদেশের অস্থিতিশীল অবস্থা পরিবর্তনের জন্যও দোয়া করা হয়।
পরবর্তীতে মিশন পাড়া মসজিদে বাদ আছর আরেকবার মিলাদ ও দোয়া শেষে হয় নেওয়াজ পরিবেশন করা হয় ।