দৈনিক তালাশ.কমঃ এনায়েতনগর ইউনিয়নের ফতুল্লা থানা মাসদাইর পতেঙ্গার মোর এলাকায় নজরুল সাহেবের বাড়ি বিক্রি করার পরে ৩ লক্ষ টাকা দালালির চেক প্রদান করেন নজরুল। এ ঘটনায় মাসদাইর পতেঙ্গার মোড় এলাকার রাসেল হত্যা মামলার মূল হোতা নয়ন, টাকা আত্মসাৎ করে, আরো জরিত রয়েছে মান্নান মিয়ার ছেলে মামুন।
ঘটনাকে কেন্দ্র করে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী সাঈদ, তুষার গ্রুপ ও লাবু, সাবু, সহ দুই গ্রুপে মধ্যে সংঘর্ষ হয়। এতে সাবু সহ ৩ জন আহত হয়।
এলাকার সাধারণ মানুষের বাড়ি ঘর ভাঙচুর, গ্যারেজে চাঁদা দাবি, ছিনতাই সহ নানা অপকর্মে লিপ্ত এই সন্ত্রাসীরা।
মাসদাইর পতেঙ্গার মোড় ও গুদারাঘাট এলাকার মনির মিয়ার ছেলে সন্ত্রাসী সাঈদ রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এছাড়াও মাসদাইর গুদারাঘাট, পতেঙ্গার মাঠ, ছোট কবরস্থান, হাজির মাঠ, বেকারীর মোড়, ঘোষের বাগ, গাইবান্ধা বাজার, পশ্চিম মাসদাইর বিসিক সহ বিভিন্ন এলাকায় ঝুট সন্ত্রাসী ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে একের পরে এক হত্যাকান্ডের ঘটনা ঘটেই চলেছে। সচেতন মহলের দাবী, এলাকায় প্রভাব ও নানা অপকর্ম করে এসব সন্ত্রাসীরা কিভাবে পার পেয়ে যায়। কিছুদিন আগে ফতুল্লার মাসদাইর ফারিয়া গার্মেন্টসের সামনে আলামিন (দানিয়াল) হত্যা মামলার প্রধান আসামি, শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী অনিক প্রধান কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তবে প্রশাসনের কর্তাব্যক্তিদের প্রতি সচেতন মহলের দাবী, যদি এসকল কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের এখনই থামানো না যায় তাহলে মাসদাইর পরিণত হবে সন্ত্রাসীদের অভয়রান্যে।