কালিহাতীতে খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদে বাগান উদ্বোধন

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারতলা বিল্ডিং এর ছাদে ফলজ, বনজ, ওষধি ও ফুলের বাগানের শুভ উদ্বোধন হয়েছে। ১৪ই জুলাই (রবিবার) বিকাল ৩ টায়

এই ছাদ বাগান উদ্বোধন করেন বিদ্যালয়ের সভাপতি ডাক্তার সুধীর চন্দ্র পাল।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. সুধীর চন্দ্র পাল বলেন, “স্কুলের ভবন, রুম, চেয়ার-টেবিল চকচক করলেই চলবে না। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার নিশ্চয়তা প্রদান করা। আমি চাই শিক্ষার্থীরা ভালো লেখাপড়া করুক এবং ভালো ফলাফল করুক। শিক্ষকদের আরও সচেতন ও পরিশ্রমী হতে হবে। ভালো ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হবে।”

উদ্বোধনের আগে সভাপতি সুধীর চন্দ্র পাল সকল শিক্ষক ও অভিভাবক সদস্যদের সাথে স্কুলের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। তিনি শিক্ষার্থীদের মনোযোগী হতে এবং শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতির নেতৃত্বে স্কুলের পরিবেশের উন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র পাল। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধুসংঘের প্রতিষ্ঠাতা ও রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ আলম, স্থানীয় মাতাব্বর আব্দুল করিমসহ অভিভাবক মন্ডলী, শিক্ষক মন্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ।

উল্লেখ্য, খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ঢাকা বিভাগের মধ‍্যে একাধিকবার শ্রেষ্ঠ বিদ্যালয়ের মর্যাদা অর্জন করেছে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র পাল দেশের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিতভাবে ভালো ফলাফল করে আসছে, যা বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *