দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁ: নওগাঁ-নাটোর সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি ও নওগাঁ জেলা মহিলা দলের সাবেক সভাপতি মরহুমা রায়হানা আকতার রণির স্মরণ সভা ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) দুপুরে নওগাঁ শহরের কেডির মোড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা মহিলা দল এর আয়োজন করে।
সাবেক এমপি ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি জাহান পান্না এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভিন পলি এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শবনম মোস্তারি কলি, সিনিয়র সহ-সভাপতি পারভিন বানু স্বপ্না, সহ-সভাপতি কাজী রওশন জাহান, রাহেলা আলম চৌধুরী, মাজেদা বেগম, বেলী খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মরিয়ম শেফা, সারমিন, জামিলা আক্তার ফেন্সি, সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, মৌসুমী সুলতানা, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, কেন্দ্রীয় বিএনপি’র সমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, শফিউল আজম ভিপি রানা, জেলা যুবদলের সদস্য সচিব রম্নহুল আমিন মুক্তার প্রমুখ নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।#