দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁ: নওগাঁর রাণীনগর থানা বিএনপির আহ্বায়ক পদ থেকে রুকুনুজ্জামান খান রুকুকে অব্যাহতি দেয়া হয়েছে।
একই সাথে কমিটির যুগ্ম আহ্বায়ক মোসারব হোসেনকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে। এর আগে সাংগঠনিক নিয়ম ভঙ্গের দায়ে যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান জাপানকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
সোমবার (৮ জুলাই) বিকেলে প্রাপ্ত নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, সাংগঠনিক নিয়ম ভঙ্গ করা এবং জেলা বিএনপির নির্দেশনা অমান্য করায় জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক রাণীনগর থানা বিএনপির আহ্বায়ক রুকুনুজ্জামান খান রুকুকে অব্যাহতি প্রদান করা হয়েছে। ওই পদে থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসারব হোসেনকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে।সেই সাথে থানা বিএনপির আহ্বায়ক কমিটির জৈষ্ঠ সদস্য আল ফারুক জেমস, এচাহক আলী ও মকলেছুর রহমান বাবুর সাথে পরামর্শক্রমে থানার খট্রেশ্বর, বড়গাছা, একডালা ও কাশিমপুর ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধিদের সাথে আলোচনা করে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে উল্লেখিত ইউনিয়ন কমিটির কাজ শেষ করে তার ছায়ালিপি জেলা বিএনপির দপ্তরে জমা দিতে বলা হয়েছে।এর আগে সাংগঠনিক নিয়ম ভঙ্গের দায়ে থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান জাপানকে (গত ২৮ জুন) পদ থেকে অব্যাহতি দেয়া হয়। এব্যাপারে সদ্য অব্যাহতি পাওয়া আহ্বায়ক রুকুনুজ্জামান খান রুকু এবং নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
তবে রুকুনুজ্জামান খান রুকুকে আহ্বায়ক পদ থেকে অব্যাহতি এবং মোসারব হোসেনকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানা বিএনপির আহ্বায়ক কমিটির জৈষ্ঠ সদস্য আল ফারুক জেমস।