দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকার নওগাঁ: পত্নীতলা ব্যাটালিযন ১৪ বিজিবির বিশেষ অভিযানে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শীর্ষ মাদক পাচারকারী মোঃ মনির গ্রেফতার হয়েছে।
বুধবার ৩ জুলাই বিকালে পত্নীতলা ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মোঃ শাফায়াত জামিল অনব এর নেতৃত্বে অদ্য স্পেশাল অপারেশনস টিমের বিষেশ অভিযানে পাঁচবিবি সীমান্ত দিয়ে মাদক পাচার করে বাংলাদেশে নিয়ে আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় কঠোর নজরদারী শুরু করেন। মাদক পাচারকারী সীমান্ত হতে মাদক পাচার করে নিজ বাড়ীতে প্রবেশের মূহূর্তে বিজিবি ওৎ পেতে থাকা অপর আরেকটি টিম স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বারের উপস্থিতিতে মাদক পাচারকারী (১) মোঃ মনির মোল্লা (৩৪) পিতা-মিজানুর রহমান, গ্রাম-ছোট মানিক, পোষ্ট ও থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট এবং তার সহযোগী মোঃ মুন্না মোল্লা (২৮), পিতা-মিজানুর রহমান, গ্রাম-ছোট মানিক, পোষ্ট ও থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট। মোসাঃ শবনম মুস্তারী (২৮), স্বামী-মনির মোল্লা, গ্রাম-ছোট মানিক, পোষ্ট ও থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট। মোসাঃ শারমিন (২৩), স্বামী-মোঃ মুন্না মোল্লা, গ্রাম-ছোট মানিক, পোষ্ট ও থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট কে গ্রেফ্তার করা হয়।
মাদক চোরাকারবারী এবং সহযোগীদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাড়ির বিভিন্ন স্থানে তল্লাসি করে নিম্নবর্ণিত মাদকদ্রব্যসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়ঃ
ক। ভারতীয় ফেন্সিডিল-১৬৫ বোতল।
খ। বাংলাদেশী নগদ-৩,৩০,৬৬৫/-
গ। মোবাইল ফোন-০৭টি (০১টি আইফোনসহ ০৪টি এ্যান্ড্রোয়েড এবং ০৩টি বাটন ফোন)।
ঘ। স্বর্ণ অলংকার- হাতের বালা-০২টি, চেইন-০২টি, কানের দুল-০২টি, আংটি-০২টি এবং ব্যাসলেইট-০১টি।
ঙ। ইসলামী ব্যাংকের চেক বই-০১টি (মেসার্স ট্রেডাস, পাঁচবিবি, জয়পুরহাট এক্যাউন্ট নং-২০৫০৩৬৯০১০০০৮৩৪০১)।
চ। মোঃ মনির মোল্লার ব্যক্তিগত ভারতীয় পাসপোর্ট-০১টি।
ছ। মোটর সাইকেল-০১টি।
জ। দেশীয় অস্ত্র-০৩টি (হাসুয়া/দা)।
আটককৃত চোরাকারবারী মোঃ মনির মোল্লা পাঁচবিবি এলাকার কুখ্যাত শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে সে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে গোপনে মাদক পাচার করে অবাধে বিক্রয় আসছিল। শীর্ষ মাদক চোরাকারবারী মোঃ মনির এর গ্রেফতারে এলাকাবাসি অত্যন্ত সন্তোষ প্রকাশ করে এবং বিজিবিকে সাধুবাদ জানায়। সেই সাথে মাদক পাচারকারী এবং চোরাকারবারীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত রাখার জন্য বিজিবিকে অনুরোধ করেন প্রচলিত নিয়মানুযায়ী মাদক পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন। পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন, বিজিবিএমএস, পিএসসি বলেন জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত থাকবে।