দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জের দেওভোগ ফতুল্লা থানাধীন কাশিপুর ইউনিয়নে’র বাশমুলি এলাকার চিহ্নিত সন্ত্রাসী রাজু প্রধান এর নামে রয়েছে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি এই রাজ প্রধান,বাহিনীর অন্যতম প্রধান সদস্য,বিয়াইস্তা রাসেল ও হিটলার রায়হান,এই সন্ত্রাসীদের কারনে অতিষ্ঠ কাশিপুর ইউনিয়ন বাসি খবর নিয়ে জানা যায়,দেওভোগ মাদ্রাসা,বাশ মুলি,ভোলাইলে নানা অপকর্ম করে বেড়ায় এই সন্ত্রাসীরা।
শুক্রবারে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডের মিতালী মার্কেট এলাকা থেকে ওই দুই জন আসামিকে গ্রেপ্তার করা হয়। র্যাবের ভাষ্য, রাসেল ওরফে বিয়াইস্তা রাসেল (৩০) ও রায়হান ওরফে হিটলার রায়হান (২৫) আফজাল প্রধান হত্যার হোতা। তারা ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী।
শনিবার বিকেলে র্যাব ১১-এর সিনিয়র এএসপি নিশাত তাবাসসুমের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়,পূর্বশত্রুতার জেরে গত ৬ এপ্রিল আফজাল প্রধানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
জানা গেছে, একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য সকাল ৮ টার দিকে বাসা থেকে বের হন আফজাল। তিনি রিকশায় করে নারায়ণগঞ্জ জেলা আদালতে যাচ্ছিলেন। দেওভোগ মাদ্রাসার পেছনে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কোপায় তাঁকে। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আফজালের বাবা এবাদুল হোসেন প্রধান বাদী হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা করেন। এতে আসামি হিসেবে ১৬ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আরও পাঁচ-ছয়জনকে।
র্যাব-১১ গোয়েন্দা দল পলাতক আসামিদের গ্রেপ্তারে অনুসন্ধান শুরু করে। শুক্রবার রাতে রাসেল ও রায়হানকে গ্রেপ্তার করে তারা। র্যাবের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দু’জন আফজাল হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বলে স্বীকার করেছে। টাকার বিনিময়ে তারা বিভিন্ন হত্যাকাণ্ডে অংশ নেয়।
জানা গেছে, রাসেলের বিরুদ্ধে ফতুল্লা থানায় হত্যাসহ নানা অপরাধে সাতটি ও রায়হানের বিরুদ্ধে একই থানায় দুটি হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে পাঁচটি মামলা রয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠায় পুলিশ।