দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: কালিহাতীতে প্রগতি লাইভ ইন্সুরেন্স লিমিটেডে মৃত্যু দাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত। সোমবার (১ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় কালিহাতী উপজেলার বাগুটিয়া বাজারে কালিহাতী সার্ভিসিং সেন্টারের ডিজিএম ও ইনচার্জ মোঃ মনসুর আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান বিপুল। অনুষ্ঠানটি উদ্বোধন করেন নবনির্বাচিত কালিহাতী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন বৃষ্টি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আই পি এল গোলাপ এর প্রকল্প প্রধান মোঃ নুরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী প্রেসক্লাবের একাধিক বারের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহআলম, বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ মোখলেছুর রহমান, মোহাম্মদ হোসাইন মোহাম্মদ এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, কালী কৃষ্ণ পাল এজিএম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রুহুল আমিন এ জি এম। উল্লেখ্য, কণারানী ভৌমিক ১৫ বছর মেয়াদে ইনসুরেন্স করে মাত্র ২টি কিস্তিতে মোট ৩৬ হাজার টাকা জমার পর মৃত্যুবরণ করেন। প্রগতি লাইফ ইনসুরেন্স সম্পূর্ণ মেয়াদী টাকা ৩ লক্ষ ৮৪ হাজার ৪৪১ টাকার চেক তার নোমেনী এস বি টনির হাতে বিশাল অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করেন।