টাঙ্গাইলসহ সকল উপজেলায় অ্যান্টিভেনম ডোজ আছে,আতঙ্কিত নয়,সচেতনতা প্রয়োজন

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি : টাঙ্গাইলসহ সকল উপজেলায় অ্যান্টিভেনম ডোজ আছে, আতঙ্কিত নয়, সচেতনতা প্রয়োজন। শনিবার (২২জুন) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, ‘রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপে আতঙ্কিত না হয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। সাপে কাটা রোগীদের জন্য প্রত্যেক উপজেলায় ১০টি করে অ্যান্টিভেনম ডোজ সংরক্ষণ করা হয়েছে। টাঙ্গাইল সদরে ১০০টি ডোজ সংরক্ষিত আছে। প্রয়োজনে এর পরিমাণ আরো বাড়ানো হবে। আমরা সতর্ক অবস্থানে আছি।’

উল্লেখ্য, সোস‍্যাল মিডিয়ায় যেভাবে রাসেল’স ভাইপার নিয়ে পোস্ট ভাইরাল তাতে ক‍ৃষক ক্ষেতে-খামারে আতঙ্কে আছে। শিক্ষার্থী, জেলে, মাঝি প্রায় সকল পেশাজীবীদের মধ‍্যে স্থবিরতা, নেহায়েত না হলেই নয় সেই কর্ম করছে মাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *