দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকার নওগাঁ: নওগাঁর রাণীনগরে প্রবাসীদের উদ্যোগে বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠানে কোরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬ জুন) বিকেলে উপজেলার একডালা ইউনিয়নের দামুয়া ঈদগাহ ময়দানে আনুষ্ঠানিকভাবে চারটি ইউনিয়নের ২৫টি মাদ্রাসায় এসব কোরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দামুয়া গ্রামের মুরব্বী আব্দুল জব্বার প্রামানিকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোরআন শরীফ বিতরণ করেন একডালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ঠ সমাজ সেবক মোসারব হোসেন।
অনুষ্ঠানে পাঁচুপুর আলিম মাদ্রাসার শিক্ষক আব্দু রহমান, নারায়নপাড়া আব্দুল কাদের জিলানী (রহ:) কওমী মাদ্রাসার শিক্ষক মাহমুদুল হাসান,রাতোয়াল মাদ্রাসার শিক্ষক হাবিবুর রহমান এবং তারেকুল ইসলাম পিন্টু ও জাকারিয়া প্রামানিকসহ বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই বিভাগে আরো পড়ুন চাঁপাইনবাবগঞ্জে ২০০ শত পরিবারকে ঈদ উপহার বিতরণ ফুলবাড়ীতে শেষ সময়ে জমে উঠেছে পশুর হাট পোরশায় বাগানে চুরির সময় ৩৮ ক্যারেট আম আটক আয়োজকরা জানান, এলাকায় ধর্মীয় শিক্ষার প্রসার বিস্তারে এবং দরিদ্র শিক্ষার্থীদের সহায়তার লক্ষে সাবেক চেয়ারম্যান মোসারব হোসেন, ইরাক প্রবাসী জিল্লুর রহমান, কুয়েত প্রবাসী ফজলুর রহমান ও জুয়েল সরদার, সৌদি প্রবাসী জাহিদুল ইসলাম ও হযরত ইসলাম, মালয়েশিয়া প্রবাসী আবু হাসান ও এক নারীর আর্থিক সহায়তায় মোট ২০০টি কোরআন শরীফ বিতরণ করা হয়। তবে এসহায়তা অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।