দৈনিক তালাশ.কমঃনিজস্ব প্রতিবেদকঃ জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকায় দীর্ঘদিন ধরে ঢাকা বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে কর্মরত থাকা সাংবাদিক মোঃশাহজাহান শিবলী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেয়েছেন।
মঙ্গলবার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের মিরপুর কার্যালয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান এ সম্মাননা স্মারক তুলে দেন।
সম্মাননা স্মারক পেয়ে মোঃ শাহজাহান শিবলী বলেন -সাংবাদিকতাকে বলা হয় জাতির বিবেক। তাই এই মহৎ পেশায় কাজের মাধ্যমে অসহায় ও নির্যাতিত মানুষের জন্য কিছু করতে চাই। আশা করি সততার মাধ্যমে মানুষের পাশে থাকতে পারবো।
উল্লেখ্য,সাংবাদিকদের নিয়ে বৃহৎ সংগঠন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন মোঃশাজাহান শিবলী।