টাঙ্গাইলে শ্রেষ্ঠত্ব অর্জনকারী তার্কিক দলকে অভিনন্দন ও মতবিনিময় সভা

দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি :টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী তার্কিক দলকে অভিনন্দন জানিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শনিবার (৮ জুন) সকাল ১০ টায় কালিহাতী উপজেলাধীন খিলদা উচ্চ বিদ‍্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে ১৩৩ টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস‍্য আবদুল লতিফ সিদ্দিকী’র উপস্থিতিতে, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন কর্তৃক অনুষ্ঠান উদ্বোধনে সভাপতিত্ব করেন খিলদা উচ্চ বিদ‍্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো হুমায়ুন খালিদ। বিশেষ অতিথি শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, নব নির্বাচিত কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান (দিপুল), কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আমির হোসেন, প্রধান শিক্ষক মো. আকবর হোসেন, সাবেক শিক্ষক মোহাম্মদ আলী, বিদ‍্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস‍্য যর্থাক্রমে–মো. শাহানুর রহমান,

মো. মনছুর আলী, মো. মজনু, আ: কাদের ও দাতা সদস‍্য আ গফুর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টাংগাইল জেলার ৯৬ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দুদক টাঙ্গাইল জেলা ইউনিট কর্তৃক বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে। এতে (শ্রেষ্ঠ স্কুল) প্রথম স্থান অর্জন করে টাংগাইলের কালিহাতী উপজেলার খিলদা উচ্চ বিদ্যালয়।
জেলার শ্রেষ্ঠ বক্তা হিসাবে খিলদা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র “” সাব্বির ফকির ” নাম ঘোষনা করেন আয়োজিত কমিটি। রাষ্টপতি কর্তৃক পুরিস্কারও পেয়েছেন সাব্বির ফকির।
সাব্বির ফকির স্কুলের অষ্টম শ্রেণীর ফাস্টবয় ছাত্র। সে স্থানীয় কেন্দ্রীয় সাধুসংঘ পাঠাগারের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক। সাব্বির ফকির সব সময় লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলায় অসাধারণ ও অনন্য ভূমিকা অর্জন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *