দৈনিক তালাশ.কমঃ স্টাফ রিপোর্টার: নতুন শিক্ষা কারিকুলামে পরিবর্তনের দাবীতে এক আলোচনা সভা আয়োজন করেছেন হেফাজতে ইসলাম নেতাকার্মীরা।
রবিবার (২ জুন) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর উদ্যোগে এসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ‘র মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলামের নায়েবে আমির ও ডিআইটি মসজিদে খতিব মাওলানা আব্দুল আউয়াল। হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ মহানগর‘র সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ।
ভিডিও কলে মামুনুল হক বলেন, আমি আপনাদের সংগ্রামের স্বাগত জানাই। বিশেষ করে সোনারগাঁ, রূপগঞ্জ, বন্দর ও পার্শ্ববর্তী অঞ্চল মুন্সিগঞ্জের ভাইয়েদের আমি সাধুবাদ জানাই। সত্যের পক্ষে ভূমিকা রাখতে গিয়ে আমাদের অনেকে জুলুমের শিকার হয়েছেন। কারাগার প্রাণপ্রিয় নেতাদের দিয়ে ভরপুর করা হয়েছে। কিন্তু অন্যায় ও বাতিলের সামনে মাথা নত করেন নাই। তাদেরকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে বক্তারা বলেন- বর্তমান শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে। এদেশে মনগড়া কোন শিক্ষা ব্যবস্থা জারি করা যাবে না। ইসলাম বিরোধী কোন কর্মকান্ড বাংলাদেশে করতে দেওয়া হবে না। হেফাজতের একজন নেতা বেঁচে থাকতেও আম-বামদের শিক্ষা ব্যবস্থা জারি করতে দেওয়া হবে না। আমরা কোন ধর্মের শিক্ষা বন্ধ করতে বলছিনা। এই শিক্ষানীতি বন্ধ করুন। আগে আদমশুমারী লেখা হতো, এখন লেখা হয় না। লেখা হয় জনশুমারী। আস্তে আস্তে তারা এটিকে পরিবার্তন করছে। আমাদের সন্তানকে শিক্ষিত করতে হলে মায়েদের যত্নবান হতে হবে। কিছু নাস্তিক এই দেশকে ধর্মহীন করার জন্য চেষ্টা করছে।