নওগাঁয় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক

দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকার নওগাঁ: নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ জুন) সকালে শহরের উকিল পাড়ায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পেইনের উদ্ধোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল করিম।এ সময় উপস্থিত ছিলেন- ডেপুটি সিভিল সার্জন ডা. মুনীর আলী আকন্দ, রাজশাহী স্বাস্থ্য বিভাগের সহকারী-পরিচালক আবুল কালাম আজাদ, নওগাঁ পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. আনোয়ারুল আজিম, সিভিল সার্জন কার্যালয়ের স্থাস্থ্য কর্মকর্তা ডা.আশিষ কুমার সরকার, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিনসহ স্বস্থ্য বিভাগের কর্মকর্তারাসিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ১১টি উপজেলা এবং ৩টি পৌরসভায় মোট ২ হাজার ৪৬০টি কেন্দ্রে ৩ লাখ ৪৬ হাজার ৮৩৩ জন শিশুকে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৫৬১ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ বয়সী ৩ লাখ ১৩ হাজার ২৭২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *