দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকার নওগাঁ: কিভাবে হবে উন্নয়ন, জানব মোরা সর্বজন” এমন প্রতিপাদ্যে নওগাঁর সাপাহার উপজেলার ৩ নং তিলনা ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে তিলনা ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডলের সভাপতিত্বে বাজেট সভা শুরু হয়। বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্জাহান হোসেন মন্ডল।
এ সময় ৩ নং তিলনা ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের জন্য বাজেট সার-সংক্ষেপ পেশ করেন ইউপি সচিব মোঃ জহুরুল ইসলাম শাহ্। এতে রাজস্ব আয় ধরা হয়েছে ২৬ লক্ষ ৮৩ হাজার ৭৮৫ টাকা, উন্নয়ন আয় ধরা হয়েছে ২ কোটি ৩৬ লক্ষ ৭৪ হাজার ১৭৬ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৪ লক্ষ ৫৮ হাজার ১১৪ টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩৬ লক্ষ ৭৪ হাজার ১৭৬ টাকা। উদ্বৃত্ত ২ লক্ষ ২৫ হাজার ৬৭১ টাকা। সভায় সাপাহার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হোসেন সহিদ মাহবুবুর রহমান, প্যানেল চেয়ারম্যান-১ হারুন আল আজাদ, বীর মুক্তিযোদ্ধা এস, এম শমসের আলী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, তিলনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার পাল, ইউপি সদস্য মতিউর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। এসময় ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী, অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, বিশিষ্টজন, সুধীজনসহ সকল ইউপি সদস্য-সদস্যা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পরে ২০২৪-২৫ অর্থবছরের জন্য এ ইউনিয়ন পরিষদের প্রস্তাবিত খসড়া বাজেটিতে কোন প্রকার সংশোধনী না থাকায় সর্বসম্মতিক্রমে চূড়ান্ত বাজেট হিসেবে পাশ করা হয়।