দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ,টাঙ্গাইল জেলা প্রতিনিধি :৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সমাপ্ত হল। বুধবার (২৯ মে) রাত সাড়ে ১০টার দিকে নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার ফলাফল ঘোষণানুযায়ী
টাঙ্গাইলের তিনটি উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন, টাঙ্গাইল সদর উপজেলায় চেয়ারম্যান পদে তোফাজ্জল হোসেন তোফা (দোয়াত-কলম), দেলদুয়ার উপজেলায় মাহমুদুল হাসান মারুফ ও নাগরপুর উপজেলায় কেএম সালমান শামস (আনারস) বেসরকারীভাবে নির্বাচিত।
টাঙ্গাইল সদর উপজেলায় চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকে তোফাজ্জল হোসেন তোফা ৪২ হাজার ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফারুক হোসেন পেয়েছেন ৩৫ হাজার ২০৮ ভোট।
দেলদুয়ার উপজেলায় মাহমুদুল হাসান মারুফ ২৯ হাজার ২৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি টেলিফোন প্রতীকে এম শিবলি সাদিক পেয়েছেন ১৮ হাজার ৯৫৪ ভোট।
নাগরপুর উপজেলায় কেএম সালমান শামস (আনারস) ৩৫ হাজার ৭৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুছ ছামাদ (ঘোড়া) পেয়েছেন ১৯ হাজার ৮১৭ ভোট।
টাঙ্গাইল সদর, দেলদুয়ার এবং নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটরগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে তিনটি উপজেলায় ১৫ জন চেয়ারম্যান প্রার্থী, ১৯ জন ভাইস চেয়ারম্যান ও ১০ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন৷ নির্বাচন ৩জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৮ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে টাঙ্গাইলের ডিবি (নর্থ) অফিসার ইনচার্জ মীর মোশাররফ হোসেন ও সেকেন্ড অফিসার সিদ্দিকসহ তাঁদের নাগরপুর উপজেলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রসমূহে শান্তিপূর্ণ রাখতে বিশাল ভূমিকা রাখেন।