দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁ: প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপাহারে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’র শিক্ষা সেবিকাদের নিয়ে দক্ষতা বৃদ্ধিমূলক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাপাহার উপজেলার খন্জনপুর শাখার উদ্যোগে অনুষ্ঠিত ওই প্রশিক্ষন কর্মশালায় সভাপতিত্ব করেন সংস্থাটির শাখা ব্যবস্থাপক বিষ্ণুপদ সরকার।
বিশেষ অতিথি ছিলেন, সাপাহার প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক কামরুল ইসলাম ও শিক্ষা সুপারভাইজার মিলন হোসেন। কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন, শাহনাজ বেগম।
প্রশিক্ষণ কর্মশালায় ১৫ জন শিক্ষা সেবিকা এবং ১জন শিক্ষা সুপার ভাইজার অংশগ্রহণ করেন। উল্লেখ্য, নওগাঁ জেলায় ৩৪টি শাখায় ৫১০ জন শিক্ষা সেবিকা ও ৩৪ জন শিক্ষা সুপার ভাইজারের সমন্বয়ে হতদরিদ্র পরিবারের শিশু শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা প্রদান কর্মসূচী চলমান রয়েছে।
নওগাঁ।