নওগাঁ বাইপাস চেকপোস্ট ও নওহাটারমোড় অটো রিক্সার চেনমাষ্টারসহ মোট ৩৫ জন আটক

দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁ: নওগাঁ শহরের বাইপাস চেকপোস্ট থেকে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নের পাঁচজন সদস্যকে আটক করেছে র‌্যাব।শনিবার বেলা ১১টার দিকে শহরের বাইপাস থেকে তাদের আটক করা হয়। এরপর দুপুর ১২টা থেকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে শ্রমিকরা জেলার অভ্যন্তরীণ রুটে সকল বাস চলাচল বন্ধ ঘোষণা দিয়ে প্রতিবাদ শুরু করেন। রাস্তার মাঝখানে বাস দিয়ে ব্যারিকেড দিয়েছেন শ্রমিকরা। ফলে কোনো ধরনের যানবাহন যেতে পারছে না। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। তারা বাসে করে গন্তব্যে যেতে পারছেন না, তবে অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। রাজশাহীর যাত্রীবাহী বাস নওগাঁয় থাকায় তারা যাত্রী নিয়ে ফিরে যাচ্ছে।

নওগাঁ জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম মতিউজ্জামান মতি বলেন, ‘শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে প্রায় এক কিলোমিটার দুরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের শহরের বাইপাস চেকপোস্ট রয়েছে। যেখানে মোটর মালিকের নেতৃবৃন্দ শ্রমিক ইউনিয়নের সদস্যরা থাকে। ’সকাল ১১টার দিকে র‌্যাব কোনো কারণ ছাড়াই পাঁচজন সদস্যকে আটক করে নিয়ে যায় বলে দাবি করেন তিনি। নওগাঁ নওহাটারমোড় চৌমাশিয়া বাজার এলাকায় থেকে পাঁচ জন ব্যাটারি চালিত অটো রিক্সার চেইন মাস্টার পাঁচজনকে আটক করে নিয়ে যাই র‍্যাব ৫,এর পর শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বাস চলাচল বন্ধ করে দেন।এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, ‘কেন বাস চলাচল বন্ধ করা হয়েছে, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। আশা করছি দ্রুত সমস্যাটির সুহারা হয়ে যাবে।’
নওগাঁ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *