দৈনিক তালাশ.কমঃ সেনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম চেয়ারম্যান পদে সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন।
নির্বাচনে তিনি ৮১ হাজার ৯৫৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল হোসেন ওমর পেয়েছেন ৭৫ হাজার ৬২৫ ভোট।
মঙ্গলবার (২১ মে) রাতে ভোট গণনার পর রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি এ ফলাফল ঘোষণা করেন।
তথ্যসূত্র মতে, সোনারগাঁয়ে ১৪২ কেন্দ্রের ফলাফলে বিজয়ী মাহফুজুর রহমান কালাম ঘোড়া প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৯৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল হোসেন ওমর আনারস প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৬২৫ ভোট। এখানে চেয়ারম্যান পদে লড়েছেন চারজন। তারা হলেন- সাবেক ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন (আনারস), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম (ঘোড়া), উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু (মোটরসাইকেল) ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার (দোয়াত-কলম)।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন আবুল ফয়েজ শিপন (চশমা), এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া (টিউবওয়েল), মাছুম চৌধুরী (তালা) ও আজিজুল ইসলাম (মাইক)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ফরিদা পারভীন (ফুটবল) ও মাহমুদা আক্তার (হাঁস)।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সোনারগাঁও উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কে নির্বাচিত হয়েছেন তা জানা যায়নি।