বাংড়া শহীদ আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন

দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি :টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলাধীন বাংড়া “শহীদ আবুল কালাম আজাদ” উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত। শনিবার (১৮ মে) সকাল ১০ টা হতে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমির হোসেন। চারতলা ভবন বিদ্যালয়ের দোতলা থেকে মাইকে ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল বাতেন, প্রত্যেক প্রার্থীদের এজেন্টবৃন্দ, সাংবাদিক প্রমূখ। ভবনের সম্মুখে বিশাল খেলার মাঠে উপস্থিত ছিলেন প্রার্থীগণ, ভোটার ও সমর্থকবৃন্দ, বাংড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাহিদুল হাসান শাহীন, সহদেবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মো: আব্দুল বাছেদ।প্রাপ্ত ফলাফল অনুযায়ী সর্বোচ্চ ভোট পেয়েছেন অর্থাৎ ৯৬ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. শাহ আলম। সর্বোচ্চ দ্বিতীয় ভোট পেয়েছেন অর্থাৎ ৯৪ ভোট পেয়েছেন মোঃ সিদ্দিক হোসেন। সর্বোচ্চ তৃতীয় ভোট পেয়েছেন অর্থাৎ ৯১ ভোট পেয়েছেন মোহাম্মদ কুরবান আলী। সর্বোচ্চ চতুর্থ ভোট পেয়েছেন অর্থাৎ ৮৭ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন মো: সামান আলী। মহিলা সংরক্ষিত আসনে মোসা: সবিতা বেগম ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের বর্তমান সভাপতি সৈয়দ সাইফুল ইসলাম বলেন,” ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠু হয়েছে”।

মোট ভোটার ২১৫ জন ও মহিলা সংরক্ষিত আসনসহ মোট প্রার্থী ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *