দৈনিক তালাশ.কমঃ স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ই মে) বিকেলে জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ কর্মসূচী পালন করা হয়।
এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা সহ জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিবের সঞ্চালনায় এ সভায় আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খোকন সাহা, সহ-সভাপতি শেখ হায়দার আলী পুতুল, সহ-সভাপতি এ্যাড. হান্নান আহমেদ দুলাল, সহ সভাপতি মাসুদুর রহমান খসরু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিএম আরমান, দপ্তর সম্পাদক এড. বিদ্যুৎ কুমার সাহা, জেলা কৃষকলীগ এর নেতা শাহ জামাল খোকন, মহানগর তাঁতী লীগের আহবায়ক চৌধুরী, এইচ, এম, শাহেদ ফারুক ও আওয়ামী লীগ নেতা এম এ রাসেল।