ভুয়াপুরে একই মঞ্চে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ,টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের ভুয়াপুরে একই মঞ্চে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত । বুধবার (১৫ই মে) বিকেল ৪ ঘটিকায় ভূয়াপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পিস প্যাসিলিটেটর (পিএফজি) গ্রুপ এর আয়োজনে পিস এম্বাসেডর পিএফজি ও ভুয়াপুরের সুজনের সভাপতি মির্জা মহিউদ্দিনের সভাপতিত্বে জয়ন্ত করের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভুয়াপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নার্গিস বেগম, (দোয়াত কলম) ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তালুকদার (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান এর মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আরিফুল হক (টিউবওয়েল), মোহাম্মদ ওয়াজেদ আলী খান (মাইক), মোহাম্মদ খোরশেদ আলম (টিয়া পাখি) ও মোঃ মনিরুল ইসলাম (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আলিফ নুর (প্রজাপতি), মঞ্জু আরা  (পদ্মফুল) , সাদিয়া আফরিন খানম (ফুটবল) ও হোসনে আরা বেবী (কলস)। সন্তোষ কুমার দত্ত, শাহআলম প্রামাণীক, হালিমুর রশিদ, মোহাম্মদ আলী, উপজেলার ভোটারবৃন্দ, সাংবাদিক প্রমূখ। হাত তুলে দাঁড়িয়ে সকল ভোটারদের মূল‍্যবাদ শপথ বাক‍্য পাঠ করান। শপথ:

আমি এই মর্মে শপথ করছি যে, ভোট প্রদানকে গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব মনে করে সৎ, যোগ‍্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীর সপক্ষে ভোটাধিকার প্রয়োগ করব। অর্থ বা অন‍্য কিছুর বিনিময়ে অথবা অন্ধ আবেগের বশবর্তী হয়ে ভোটাধিকার প্রয়োগ করব না। আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ অপরাধ মূলক বিষয়ে শপথ পড়েন। এমনকি ভোটারগণের প্রত‍্যক্ষ প্রশ্নের উত্তর দেন উপজেলা চেয়ারম্যান প্রার্থীগণ। বিশেষ করে মো: মোস্তাফিজুর রহমান তালুকদার (ঘোড়া) প্রশ্নের উত্তরে বলেন, জনগণে টিয়ার, কাবিখা বা যেকোনো টাকা আমি মেরে খাবনা। অডিয়েন্স এ উক্তি শুনে করতালির মাধ‍্যমে সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *