দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জ: ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান পুত্র অয়ন ওসমান এর পক্ষ থেকে মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট এর নেতৃত্বে চাষাড়ায় সাধারণ পথচারী ও পরিবহন চালকদের মাঝে খাবার পানি ও গ্লুকোজ বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে মেহেদী হাসান সম্রাট এর সার্বিক তত্ত্বাবধানে চাষাড়ায় এ বিতরণ করা হয়। তীব্র তাপপ্রবাহে সড়কে চলাচলরত পথচারী ও গাড়ি চালকদের তৃষ্ণা মেটানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বিতরণের দায়িত্ব থাকা মহানগর ছাত্রলীগ নেতাকর্মীরা।
বিতরণে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল প্রধান, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মল্লিক সিমান্ত, সাংগঠনিক সম্পাদক সম্রাট সুফিয়ান সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।