সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবীতে রনির নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দৈনিক তালাশ.কমঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর জামিন

বাতিল করে জেল হাজতে প্রেরণের প্রতিবাদে ওনিংশত মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের

সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে শহরে
বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল।
মঙ্গলবার (২ মে ) সকাল ১০ টার পাসপোর্ট অফিস সামনের থেকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরে বিশাল বিক্ষোভ মিছিল বের করে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলটি পাসপোর্ট অফিস সামনের থেকে বের করে সাইনবোর্ড শেষে এসে সমাপ্ত হয় ।
এ সময় বিক্ষোভ মিছিলে কারাবন্দী বিএনপি
চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও যুবদল কেন্দ্ৰীয়
নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর
মুক্তির দাবিতে স্লোগান দেন নারায়ণগঞ্জ জেলা
যুবদলের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও মহানগর ছাত্রদলের সদস্য সচিব শাহেদ আহমেদ বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিংশত মুক্তির দাবি জানিয়ে বলেন, অবৈধ সরকার মিথ্যা মামলা দিয়ে আদালতকে ব্যবহার করে যুবদলের নেতাকর্মীদেরকে কারাবন্দি
করে সারাদেশকে কারাগারে পরিণত করেছে।
জেল- জুলুম, গ্রেফতার ও মামলা দিয়ে যুবদলের
নেতাকর্মীদেরকে রাজপথের আন্দোলন থেকে দমানো যাবেনা।

এই সরকারের পতন না হওয়া পর্যন্ত
যুবদলের নেতাকর্মীরা রাজপথ ছাড়বে না।
তিনি আরও বলেন, অবিলম্বে কারাবন্দি বিএনপি
চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সকল রাজবন্দী নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

তা না হলে এই জালিম সরকারের পতন ঘটিয়ে
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও যুবদল কেন্দ্রীয়
সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সকল
রাজবন্দীদের মুক্ত করে আনবো ইনশাল্লাহ।

এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *