দৈনিক তালাশ.কমঃ তীব্র তাপদাহে হাঁসফাঁস অবস্থা নগরবাসীর। চলমান তাপদাহে বিপর্যস্ত শ্রমজীবী মানুষ ও নগরবাসীর মধ্যে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘প্রত্যাশা’ বিশুদ্ধ পানি ও ক্যাপ বিতরণ করেছে।
বুধবার ( ১ মে) দুপুরে ফতুল্লার পঞ্চবটির মোড়ে বেশ কয়েকটি স্থানে ঘুরে ঘুরে বিশুদ্ধ শীতল পানি মানুষের মাঝে বিতরণ করে। এসময় তারা সহস্রাধিক মানুষের মাঝে বিশুদ্ধ পানির পাশাপাশি ক্যাপ বিতরণ করেছেন। নারায়াণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের নির্দেশনায় এবং মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ্ নিজামের ব্যবস্থাপণায় প্রত্যাশা সংগঠনের পক্ষ থেকে এ আয়োজনটি পরিচালিত হয়।
নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা ফারুক আহমেদের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবলীগ নেতা আল মোহাম্মদ শাহীন, যুবলীগ নেতা শরীফ, ফতুল্লা থানা যুবলীগ নেতা ফরহাদ আহমেদ তন্ময়, কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতা মেজবাহ মিশু, সোহেল, রনি, হোসাইন, আমিন, বাবলু, জাকিরসহ নেতৃবৃন্দ।