দৈনিক তালাশ.কমঃ বুধবার (১মে ) দুপুরে সাহেদের বাসায় যান বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ- অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। এসময় সুমন সাহেদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজখবর নেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ- অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন পরিবারের সদস্যদেরকে আশ্বস্ত করে বলেন, আমরা সব সময় আপনাদের পাশে আছি। যেকোনো প্রয়োজনে আমাদেরকে ডাকবেন আমরা সবাই ছুটে আসবো। আর সাহেদের মামলার বিষয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন না। ইনশাল্লাহ আইনী প্রক্রিয়ার মাধ্যমে সাহেদকে মুক্ত করে আপনাদের কাছে ফিরিয়ে দিবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি,সাবেক জেলা যুবদলের সহ সভাপতি জহিরুল ইসলাম সহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।