না‌সিম ওসমা‌নের ১০ম মৃত‌্যুবা‌র্ষিকী‌তে- সোলায়মান সা‌নির উদ্যো‌গে মিলাদ,দোয়া ও খাবার বিতরণ

দৈনিক তালাশ.কমঃ স্টাফ রি‌পোর্টার: প্রয়াত সাংসদ বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব না‌সিম ওসমান এর ১০ম মৃত‌্যুবা‌র্ষিকী‌ উপল‌ক্ষ্যে মাসদাইর শে‌রে বাংলা রোড এলাকাবাসীর আয়োজ‌নে মিলাদ, দোয়া মাহ‌ফিল ও রান্না করা খাবার বিতরণ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। এতে উপ‌স্থিত ছি‌লেন যুব‌নেতা আলহাজ্ব আজ‌মেরী ওসমান।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বাদ আসর সোলায়মান সা‌নির উদ্যো‌গে এই মিলাদ, দোয়া ও কাঙ্গালী ভোজ অনু‌ষ্ঠিত হয়।

এসময় পিতার জন্য দোয়া কামনা করে আজমেরী ওসমান বলেন, আপনারা আমার বাবাকে কতটা ভালবাসেন তা এসব অনুষ্ঠানে আসলে বুঝা যায়। আর তাই আজ আমরা স্বপরিবারে আপানাদের আয়োজনের অংশিদার হিসেবে উপস্থিত হয়েছি। আমার মা, স্ত্রী ও ছেলে সকলেই আজ আপনাদের মাঝে হাজির হয়েছি, শুধু আপনাদের ভালবাসায়। আমি বাবার আদর্শকে বুকে ধারণ করে অসহায়-গরীবদের মাঝে সেবা দিয়ে পাশে থাকার চেষ্টা করছি। আপনারা যারা এলাকায় এলাকায় এসব আযোজন করেছেন। দিনভর পরিশ্রম দিযেছেন, মসজিদ-মাদ্রাসায় কোরআন তেলোয়াত করিয়েছেন আপনাদের সকলের কাছে আমার কৃতজ্ঞতা রইল। দোয়া করবেন যাতে করে এভাবেই বাকী জীবন আপনাদের পাশে থেকে সেবা করতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *