রাণীনগর উপজেলায় নির্বাচনে মোরগ প্রতীক রিতাকে মেম্বার নির্বাচিত ঘোষণা

দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকার নওগাঁ: নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার পদে উপ-নির্বাচনে শামীমা আক্তার রিতা নির্বাচিত হয়েছেন। রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে একটানা বিকেল চারটা পর্যন্ত ভোটে বে-সরকারী ফলাফলে মোরগ প্রতিকে রিতাকে নির্বাচিত ঘোষণা করা হয়। জানা গেছে, গোনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার শামসুল আলম মারা গেলে ওই পদ শূন্য ঘোষণা করে ২৮এপ্রিল উপ-নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়। ওই পদে সাবেক মেম্বার মরহুম শামসুল আলমের স্ত্রী শামীমা আক্তার রিতা (মোরগ) প্রতিক এবং শহিদুল ইসলাম (ফুটবল) প্রতিক নিয়ে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিবতা করেন। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, রোববার সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা ৫মিনিট পর্যন্ত শান্তিপূর্ণভাবে কৃষ্ণপুর মালঞ্চি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট দুই হাজার সাত জন ভোটারের মধ্যে এক হাজার ১৪৭জন ভোটার ভোট প্রদান করেন। এর মধ্যে ২০টি ভোট বাতিল হয়। ভোটে মোরগ প্রতিকে শামীমা আক্তার রিতা ৬৬৭ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাহিদুল ইসলাম ফুটবল প্রতিকে পেয়েছেন ৪৬০ভোট। ভোট গননা শেষে প্রিজাইডিং কর্মকর্তা শফিকুল ইসলাম শামীমা আক্তার রিতাকে বে-সরকারীভাবে নির্বাচিত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *