কালিহাতী পৌর ৮ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে জুরান আলী খানের বিশাল আখেরি মিছিল

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:টাঙ্গাইল জেলার কালিহাতী পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনে পাঞ্জাবি প্রতিকের প্রার্থী মোঃ জুরান আলী খানের বিশাল আখেরি মিছিল অনুষ্ঠিত। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় কালিহাতী উপজেলার কুষ্টিয়া বাসস্ট্যান্ড হতে বিশাল আখেরি মিছিলটি শুরু হয়। ভুয়া কামার্তি ও বৈলানপুর হয়ে কুষ্টিয়া বাসস্ট্যান্ডে এসে মাগরিবের পর মিছিলটি শেষ হয়। মিছিল শেষে বিভিন্ন গণ্যমান্য নেতৃবৃন্দ পাঞ্জাবি মার্কায় মোঃ জুরান আলী খানকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। সর্বশেষ বক্তব্যে মোঃ জুরান আলী খান বলেন,” আমি আপনাদেরকে সেবা করার জন্য আপনাদের পাশে সবসময় আছি, ভবিষ্যতেও থাকবো। আপনাদের অনুরোধে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি ৮ নং ওয়ার্ডবাসীর নিকট দোয়াপ্রার্থী। ২৮ তারিখ সারাদিন পাঞ্জাবি মার্কায় ভোট দিন।”

উল্লেখ্য ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ছাইদুরের স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করায় এ পদটি শূন্য হয়। মরহুম কাউন্সিলর সাইদুরের ভাই মানিক এই উপ-নির্বাচনে অংশগ্রহণ করেও পরবর্তীতে তিনি মোঃ জুরান আলী খানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এ পদে মোট দু’জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। আরেক প্রার্থী হলেন মোঃ কামরুল ইসলাম বিপ্লব তার প্রতিক টেবিল ল্যাম্প। আসছে ২৮ এপ্রিল ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *