নোয়াখালী থেকে অবৈধ অস্ত্র ও ককটেলসহ ৫ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

দৈনিক তালাশ.কমঃ ১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে থাকে। জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, হত্যাকারী, বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামীসহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

২। এরই ধারাবাহিকতায়, ২৩ এপ্রিল ২০২৪ ইং তারিখ সন্ধায় র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানার ছয়ানী কালিকাপুর এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত অস্ত্রধারী সন্ত্রাসী চক্রের মূলহোতাসহ পাঁচজন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো ১। ড্রাইভার মোঃ মহিউদ্দিন(৩০), পিতা: আব্দুল মোতালেব, গ্রাম: মধ্যম জিরতলী, ২। মহিন মিয়া(৩০), পিতা: শফিউল্লাহ, গ্রাম: পূর্ব কালিকাপুর, ৩। মোঃ আনোয়ার হোসেন(২৮), পিতা: মোখলেসুর রহমান, গ্রাম: বসন্তবাগ, ৪। মারুফ হাসান অপু(২২), পিতা: আব্দুল মান্নান, গ্রাম: সিন্দুর কাইত এবং ৫। মোঃ মামুন(২৫), পিতা: মৃত আবুল কালাম, গ্রাম: চাদ কাশিমপুর, সর্ব থানা: বেগমগঞ্জ, জেলা: নোয়াখালী।

৩। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামীরা দীর্ঘদিন ধরে বেগমগঞ্জসহ পাশর্^বর্তী বিভিন্ন এলাকায় নাশকতা, ছিনতাই, চাঁদাবাজী ও দস্যুতামূলক কর্মকাÐ পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃত আসামীরা গ্রেফতারের কিছুদিন পূর্ব থেকেই বেগমগঞ্জ থানার বাংলা বাজার এলাকায় বাজার সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রæতাকে কেন্দ্র করে তাদের প্রতিপক্ষের সাথে মারামারি, দাঙ্গা-হাঙ্গামা ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছে মর্মে গোপন সূত্রে জানা যায়। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য সংগ্রহ পূর্বক র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী বিশেষ অভিযান পরিচালনা করে বর্ণিত অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাদের হেফাজত হতে ০১ টি এলজি ও ০১ টি পাইপগান এবং ০৭ টি ককটেল উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের অভিযোগ উক্ত গ্রেফতারকৃত অস্ত্রধারী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে শক্তির মহড়া ও অস্ত্র প্রদর্শন করে ছিনতাই, চাঁদাবাজী এবং এলাকায় ত্রাশ সৃষ্টি করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *