দৈনিক তালাশ.কমঃঅদ্য ২৪ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ মাঝরাত আনুমানিক ০৩.০৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন হরপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে।উক্ত অভিযানে আনুমানিক ১৫,৯০,০০০/- (পনের লক্ষ নব্বই হাজার) টাকা মূল্যমানের ৫৩ (তেপান্ন) কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম।১।মোঃ রাকিব (৩৩), পিতা- মৃত ইউনুস মিয়া, সাং-গংগানগর, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা, ২। মোঃ করিম (৩১), পিতা- মোঃ কুদ্দস মিয়া, সাং-গংগানগর, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা, ৩। মোঃ শফিকুল ইসলাম @শফিক (২৫), পিতা- মোঃ রফিক মিয়া, সাং-বাহেরচর পাঁচকিত্তা, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত ০১টি পিকআপ ও ০৯টি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করা হয়।