সোনারগায়ে ৪৯ লাখ টাকা জাল নোট সহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

দৈনিক তালাশ.কমঃ রবিবার (২১ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দিবাগত রাতে উপজেলার বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সোনারগাও উপজেলার নানাখী এলাকার মৃত রোস্তম আলীর ছেলে মো. আ. রহমান (৫২) ও একই এলাকার মৃত আজিম উদ্দীনের ছেলে মো. বাবুল (৬০)।

পুলিশ সুপার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোনারগাঁও থানাধীন নানাখী সাকিনস্থ নানাখী বাজার সংলগ্ন ফজল খানের মাঠে কতিপয় আসামীরা জালটাকাসহ অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইজন আসামীকে তাদের হেফাজতে থাকা গোলাপী রঙের একটি লাগেজ থেকে মোট ৪৯ লক্ষ জাল টাকা উদ্ধারসহ গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তরাকৃতরা জানায়, আসামী মো. বাবুলের মেয়ের জামাই মো. সাহাবুদ্দিন জালনোট প্রস্তুত পূর্বক গ্রেপ্তারকৃতদের কাছে সরবরাহ করেন। গ্রেপ্তারকৃত আসামীরা ঈদ, পূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব ও বিভিন্ন সময় ঢাকা–নারায়ণঞ্জসহ আশ–পাশের সকল জেলায় জালনোট বিক্রয় করে থাকে। জালনোট প্রস্তুতকারক সাহাবুদ্দিনসহ এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং জালনোট তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, কালি, পেপার ও ডাইস উদ্ধারের অভিযান অব্যাহত আছে। পলাতক আসামী সাহবুদ্দিনের বিরুদ্ধে জালনোট প্রস্তুত সংক্রান্তে একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় সোনারগাঁও থানায় গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীণ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *