কালিহাতীতে ১০১ বছরের বৃদ্ধের চোখ কান ও ব্রেন ভালো পা নিস্তেজ

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীর বাংড়া গ্রামের সম্ভ্রান্ত সৈয়দ পরিবারের স্থায়ী বাসিন্দা সৈয়দ এরশাদ হোসেন ১০১ বছরের বৃদ্ধের চোখ, কান ও ব্রেন সম্পূর্ণ ভালো, পা নিস্তেজ , তাই শয্যাশায়ী, চিকিৎসার অভাব! শুক্রবার (১৯ এপ্রিল) বাংড়া সরোজমীনে দেখা যায়, ৪০/৫০ বছর পূর্বের কথাও তার মনে আছে। প্রশ্নের সঠিক উত্তর দেয়াতে বুঝা যায় কান ও ব্রেন সম্পূর্ণ সচল। খাওয়া -দাওয়া করতে পারে। তবে ভালো ভালো খাবার সব সময় খেতে চায়। সম্ভব হয় না।

ছোট বেলা থেকে একটি পায়ে সমস‍্য বিধায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন। দারিদ্র্য সীমার নীচে জীবন যাপন করায় শ্রমিকের কাজ করতে হয়েছে। তার পরও তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেই শেরপুর জেলায় তার বোনের বাড়ী যেতেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেই টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বানিয়ারা যেতেন। সেখানে রাত থেকেই পরের দিন হেঁটে হেঁটে ঢাকা গিয়েছেন। অথচ বয়সের ভারে পুষ্টির অভাবে বতর্মানে বিছানায় রাত-দিন শুয়ে থাকতে হয়। সুষ্ঠুভাবে চিকিৎসা হলে হয়তো উঠতে বা হাঁটতে সক্ষম হবেন বলে ধারণা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *