নওগাঁর মহাদেবপুরে বিএনপি ও জামাতনেতা সহ ২১ জনের মনোনয় পত্র দাখিল

দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান পদে বিএনপি ও জামাত দনেতাসহ মোট ২১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে আট জন, ভাইস চেয়ারম্যান পদে সাত জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয় জন উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এবার চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব ভোদন, তার স্ত্রী মোছা. আয়েশা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফা ক্লিনিকের স্বত্ত্বাধিকারী আনোয়ার হোসেন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও মহাদেবপুর কৃষি ও কারিগরী কলেজের অধ্যক্ষ ময়নূল ইসলাম, উপজেলা যুবলীগের নেতা মাসুদুর রহমান মাসুদ, বন্ধন সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক ওবায়দুল হক বাচ্চু এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এস, এম, সাজ্জাদ হোসেন সাজ্জাদ মনোনয়পত্র দাখিল করেছেন। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামাতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুন ইসলাম নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব, তিমথীয় রায়, বয়লার ব্যবসায়ী মামুনুর রশিদ মামুন, আলমগীর হোসেন ও চন্দন কুমার বর্ম্মণ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা যুব মহিলা লীগের নেত্রী রাবেয়া রহমান পলি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেত্রী মর্জিনা আকতার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যা হাসিনা বিশ্বাস ও প্রয়াত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইব্রাহীম বিশ্বাসের পুত্রবধূ মার্জিয়া সুলতানা তৃষা, মহাদেবপুর ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউটের শিক্ষিকা পরিমিতা মঞ্জুরী মন্ডল লাবনী, চাঁন্দাশ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সাবেক মেম্বার তাছলিমা খাতুন ও নাবিয়া খাতুন নাইস মনোনয়নপত্র দাখিল করেছেন।

তবে বিএনপি ও জামাতের নেতারা শেষ পর্যন্ত ভোটে থাকবেন কিনা তা নিয়ে চলছে নানা গুঞ্জন। বর্তমান উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হয়ে দীর্ঘদিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার পক্ষে তার ছোট ভাই খাজুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম নেতাকর্মীসহ মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি জানান, তার ভাই এলাকায় অত্যন্ত জনপ্রিয়। তার শারীরীক অবস্থার কারণে তার ভাবীর নামেও মনোনয়নপত্র দাখিল করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *