শার্শা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ৩৮কেজি গাঁজা সহ গ্রেফতার-১

দৈনিক তালাশ.কমঃ অভিযান- ১ইং ৩১/০৩/২৪খ্রিঃ রাত্র ২১.০৫ ঘটিকায় শার্শা থানার অন্তর্গত গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ)/ মোঃ সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে অত্র থানাধীন ২নং লক্ষণপুর ইউনিয়নের হরিনাপোতা গ্ৰামের খোরশেদ আলীর ছেলে মোহাম্মদ মুনসুর হোসেন(৩৫) এর বসতবাড়ির পিছনে টয়লেটের সেফটি ট্যাংকির মধ্যে বিশেষ কায়দায় বিপুল পরিমাণ গাঁজা রক্ষিত আছে। এই সংবাদের ভিত্তিতে এসআই সালাউদ্দিন ঊর্ধ্বতন কর্মকর্তাগণকে অবহিত করে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে পলাতক আসামি মনসুর আলী সহ অজ্ঞাতনামা আরেক ব্যক্তি আগে থেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীগণের উপস্থিতিতে টয়লেটের সেফটি ট্যাংকির মধ্য থেকে বিশেষ কায়দায় রাখা ১৮ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয় যার অনুমান মূল্য ১০লক্ষ ৮০ হাজার টাকা মাত্র। পরবর্তীতে এই সংক্রান্তে উক্ত থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

অভিযান-২
ইং ৩১/০৩/২৪খ্রিঃ রাত্র ২২.৩০ঘটিকায় শার্শা থানার অন্তর্গত গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ)/ মোঃ সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে অত্র থানাধীন ২নং লক্ষণপুর ইউনিয়নের হরিনাপোতা গ্ৰামের মোঃ ডালিম মোড়লের (৪০) এর বসতবাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য রয়েছে । এই সংবাদের ভিত্তিতে এসআই সালাউদ্দিন ঊর্ধ্বতন কর্মকর্তাগণকে অবহিত করে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আয়না মতি(৪০) নামের এক জনকে আটক করা হয় এবং বাকিরা পালিয়ে যায়।

পরবর্তীতে আসামি আয়না মতির দেখানো মতে উপস্থিত সাক্ষীগণের উপস্থিতিতে গোয়াল ঘরের মধ্যে বিশেষ কায়দায় রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয় যার অনুমান মূল্য ১২লক্ষ মাত্র। পরবর্তীতে এই সংক্রান্তে উক্ত থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *