দৈনিক তালাশ.কমঃশনিবার ( ৩০ মার্চ) বিকেলে কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ফতুল্লা থানা আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ – ৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান।
শামীম ওসমান বলেন, আমার ভালোবাসাকে কেউ দূর্বলতা ভাববেন না, দয়া করে কেউ আমাকে বিব্রত করবেন না। আমি আমার নিজেকে সবচাইতে বেশী সম্মান করি কারন যার আত্মসম্মানবোধ নেই তার কিছুই নেই। এখানে যারা আছে সবাই আমার পরিবার। আর আমি যতদিন বেঁচে আছি এখানে কোন ভাঙন ধরতে দিবোনা।
তিনি আরো বলেন, রাজনীতি এখন এমন জায়গায় পৌছে গেছে সবাই মনে করে আমিও টাকার কাছে বিক্রি হয়ে যাবো। যখন দেখি আমার সন্তানদের মধ্যে রেষারেষি হচ্ছে তখন আমার খুব কষ্ট হয়। তাই আজকে এখানে কোন নাম ঘোষনা হবে না।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল এর সভাপতিত্বে ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সাধারণ সম্পাদক এড আবু হাসনাত মোঃ শহীদ বাদল, জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, জেলা পরিষদের সদস্য মজিবুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দীন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল ইসলাম, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এম এ সাত্তার, ফতুল্লা থানা যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন সহ থানা আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দ।