আলমাস পয়েন্টে শেফ’স টেবিলের যাত্রা শুরু

দৈনিক তালাশ.কমঃআপনি যদি খাবারের বৈচিত্র্য খুঁজছেন, তা চাইনিজ হোক বা ইংরেজি হোক বা কন্টিনেন্টাল, নারায়ণগঞ্জের শেফ’স টেবিল একটি ভালো বিকল্প হতে পারে যা এক ছাদের নিচে বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসে।নারায়ণগঞ্জের ভোজনপ্রেমীদের বিনোদনের জন্য উচ্চমানের ফুড কোর্টে দেশের নামকরা ফুড ব্র্যান্ডের ২৪টি স্টল এবং কিছু আন্তর্জাতিক ব্র্যান্ডের স্টল রয়েছে।

বৃহস্পতিবার(২৮ শে মার্চ) শহরের আলমাস পয়েন্টে নবম তলায় এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

Chef’s Table হল ইউনাইটেড গ্রুপের সহযোগী সংস্থা Unimart-এর সর্বশেষ উদ্যোগ, যেটি বর্তমানে মানুষের ক্ষুধা মেটাতে ইতালীয়, তুর্কি, ইংরেজি, জাপানি, চাইনিজ, শ্রীলঙ্কান, থাই, কন্টিনেন্টাল খাবার ইত্যাদি সহ ২২ ধরনের খাবার পরিবেশন করছে। ঢাকায় চারটি সিলেটে একটি নারায়ণগঞ্জে একটি আউটলেট আছে।

এসময় উপস্থিত ছিলেন, ইউনাইটেড গ্রুপের এডভাইজার কে এম এ শামীম, ইউনিমার্ট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার মর্তুজা জামান, চিফ অপারেটিং অফিসার শাহিন মাহমুদ সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *