নওগাঁ সদরে পালপাড়া নতুন পাকা রাস্তায় সোহান নামে এক শিশুর মৃত্যু

দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকারঃ নওগাঁ সদরে বিকেল তিনটার দিকে পালপাড়া-শৈলগাছী ছোট যমুনা নদীর তীরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাঁধের নবনির্মিত পাকা রাস্তায় শেরপুর মৌজায় সোহান নামের এক শিশুর মৃত্যু হয়। জানা যায় হতদরিদ্র এক রিকশা চালক সোহেল দুপুরে তার বাড়ীর পাশে বাঁধের উপর পাকা রাস্তায় রিকশা রেখে বাসায় যান। এমন সময় প্রতিবেশী সোহাগের পুত্র সোহান (৬) স্বজনদের অগোচরে রাস্তায় গিয়ে ঐ রিকশার পিছনে উঠে ঝুল খাওয়ার এক পর্যায়ে ব্যাটারীচালিত ভারী রিকশাটি পিছনে গড়িয়ে শিশুটির উপর পরে এবং গাছের সাথে ধাক্কা খায়। এতে সে প্রচন্ড আঘাত পেয়ে গুরতর আহত এবং নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করে। উল্লেখ্য বাঁধের এই রাস্তাটি দীর্ঘদিন পর এই প্রথম পাকাকরণ করা হয়েছে এবং একদিন আগে কুচি পাথরের পিচঢালাই করে চলাচলের উপযোগী করা হয়েছে। নতুন এমন পাকা রাস্তা পেয়ে মহল্লার ছোট ছোট ছেলে- মেয়েদের মাঝে আনন্দ বিরাজ করছিল। কিন্তু একটি দু্র্ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায় উভয় পক্ষ পারস্পরিক আত্মীয় এবং তারা উভয়েই গরীব মানুষ। পাকা রাস্তার পাশে আবাসিক এলাকার বাসিন্দারা ভবিষ্যতে তাদের ছেলেমেয়েদের প্রতি সতর্ক দৃষ্টি রাখবেন এটাই সবার প্রত্যাশা যেন আর কোন এমন দুঃখজনক ঘটনা না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *