দৈনিক তালাশ.কমঃ নিজস্ব সংবাদদাতা:নারায়ণগঞ্জের বন্দরের দক্ষিণ লক্ষনখোলা এলাকার আতিক মিয়ার ছেলে দিপ্তের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা। শনিবার বাদ আসর লক্ষনখোলা এলাকার সিটি মাঠে জানাজা শেষে তাকে লক্ষনখোলা কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার এই অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং জেলা ও মহানগর ছাত্রলীগের পক্ষ থেকেও শোক বার্তা জানানো হয়েছে।